গত ১লা নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের গাজীর বাজার এলাকায় এ কার্যালয়ে শুভ উদ্ভোধন হয়।
এতে ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব জসিম উদ্দিন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ২নং উত্তর আলগী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিল পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সৈয়দ আহমেদ গাজী।
হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান আখন, উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব ফয়সাল আখনসহ,রাকিবুল ইসলাম রাসেল গাজী,ফিরোজ মৃধাসহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।