কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রামের কুমার নদী থেকে রাবেয়া খাতুন (০৯) এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল।
বৃহস্পতিবার ১৯ ই সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার উজানগ্রাম পশুহাট সংলগ্ন কুমার নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া ঝাউদিয়া ইউনিয়নের চরবাখইল গ্রামের আবু সিদ্দিক এর মেয়ে।
এলাকাবাসী জানান,দুপুর ১ টার দিকে নদীতে সঙ্গীদের সাথে গোসল করতে নামে রাবেয়া খাতুন পরে নদীর স্রোতের পাকে পরে তিনি নিখোজ হন পাশে থাকা আরেক সহযোগী তাকে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী উদ্ধারের জন্য ঘটনাস্থলে খুজতে থাকে।
দীর্ঘসময় খোজার পর তাকে না পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ইব্রাহিমের নেতৃত্বে ঘটনাস্থলে পৌছে দিক নির্দেশনা অনুযায়ী খোজার জন্য এলাকাবাসীকে বলেন পরে সেখান থেকে রাশিদুল নামের জৈনিক ব্যক্তি তাকে পানির নিচ থেকে উদ্ধার করে।