ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহরে(পাবনা) সর্বজন শ্রদ্ধেয় কৃষক লীগ নেতার ইন্তেকালঃ এলাকায় শোকের ছায়া

  • আপলোড তারিখঃ 28-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 152407 জন
চাটমোহরে(পাবনা) সর্বজন শ্রদ্ধেয় কৃষক লীগ নেতার ইন্তেকালঃ এলাকায় শোকের ছায়া ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম কালু (৯৫)বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪,)রাত সাড়ে বারো ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর ২০২৪) বাদ জোহর ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া,ঝবঝবিয়া বালুদিয়ার সম্মিলিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ও পরে উক্ত গোরস্থানে দাফন করা হয়েছে।


মরহুম বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমানের পিতা ও পাবনা জেলা ছাত্রলীগ নেতা নাসিম সৈকত এর দাদা বিশিষ্ট সাংবাদিক মোঃ  আসাদুজ্জামান  উকিল এর নানা।


মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম কালু  ১৯৯৪ সাল থেকে দীর্ঘদিন  পাবনা জেলা কৃষক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষক লীগ, চাটমোহর উপজেলা শাখা, পাবনা'র সুদীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চাটমোহর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন সর্বজন গ্রাহ্য ও সর্বজন শ্রদ্ধের ব্যক্তি ছিলেন।পরিচ্ছন্ন ইমেজ নিয়ে গঠন মুলক ও সৃজনশীল রাজনীতি করেছেন দীর্ঘদিন।


ব্যক্তিগত জীবনে তিনি ৫ ছেলে ও ৭ মেয়ের জনক। ছেলে মেয়ে পুত্র বধূ জামাতাসহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন তার মেঝো ছেলে সাইন্স ল্যাবরেটরীতে চাকুরীরত অবস্থায় মারা গেছেন। 


তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মহলে শোকের ছায়া নেমে এসেছে।


মরহুমের মৃত্যুতে বর্ষিয়ান সাংবাদিক চাটমোহর বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন- চাটমোহর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সময় অসময়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, দৈনিক পাবনার আলো-র বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ হুমায়ন কবির, চাটমোহর অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, চেতনায় বাংলাদেশ সম্পাদক মুন্সী মুহাম্মদ হযরত আলী সহ সকল সদস্যবৃন্দ শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন।


আটলংকা প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ সদর উদ্দিন, মাহমুদুল আলম মাহমুদ,অধ্যক্ষ- এমএ মাহমুদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।


চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র- অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার,চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইসাহক আলী মানিক, প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মোঃ সাইদুল ইসলাম (সাধারণ সম্পাদক- উপজেলা যুবলীগ), উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হুমায়ন কবির খান ও সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান হিমু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন। 


পরিবেশ মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী  প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ ও বিশিষ্ট গবেষক ডঃ খালিদ মোস্তফা,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।


ব্যাংক এশিয়া ফৈলজানা শাখা-র ব্যবস্থাপক এস এম মোহসীন আলম গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন। 


এছাড়াও চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি, কে এম বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফিরোজ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সহ সকল স্তরের সাংবাদিকবৃন্দ গভীর শোকাহত। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও সকলের কাছে দোওয়া চেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন