ঢাকা | বঙ্গাব্দ

জব্বারের বলিখেলা ঐতিহাসিক লালদিঘির ময়দান

  • আপলোড তারিখঃ 24-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 282749 জন
জব্বারের বলিখেলা ঐতিহাসিক লালদিঘির ময়দান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

এইবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫তম আসর লালদিঘী ময়দানে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর  এ  উপলক্ষে আগামীকাল ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত এই তিনদিন ধরে বৈশাখী মেলা শুরু হতে যাচ্ছে। 


'জব্বারের বলীখেলা' এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছরের ১২ই বৈশাখে অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলীখেলা নামে পরিচিত। ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন।  তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে। 


জব্বারের বলীখেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমন্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। এর জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে।


বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশে পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ 'বৈশাখী মেলা'।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন