ঢাকা | বঙ্গাব্দ

মিউজিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে চিটিংবাজী

  • আপলোড তারিখঃ 06-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 289163 জন
মিউজিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে চিটিংবাজী ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

বর্তমান সময়ে মিউজিক্যাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে  চলছে এক নাটকীয় চিটিংবাজী এই ঘটনাটি ঘটে চলছে (কে এম সি সেন্টার) এবং (কে মিডিয়া) নামে ইউটিউব চ্যানেল এ যার কর্ণধার রবিউল ইসলাম নামে পরিচিত।


এক চিটিংবাজ প্রডিউসার তার আসল নাম হচ্ছে সারওয়ার আলম, ডুবাই প্রবাসী সে বহুদিন যাবত এক শিল্পীকে দিয়ে গান করিয়ে মাস্টার কম্পিট অডিও নিয়ে সাথে সাথে কপিরাইট করিয়ে এক পরিচালক কে দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করে তার ইউটিউব চ্যানেল এ রিলিজ দিয়ে দেই, যখন কন্ঠ শিল্পী এবং পরিচালক এর সম্মান প্রদর্শন কিংবা  প্রেমেন্ট দেওয়ার কথা সেই সময়ে সোশাল মিডিয়া ফেইসবুক মেসেঞ্জার  ও হোয়াটসঅ্যাপ থেকে ব্লক মারে কিংবা তার আইডি ডিলিট করে দেই। এমনই বার বার নতুন ফেইসবুক আইডি খুলে আরেক জন্য কন্ঠ শিল্পী ও পরিচালক জোগার করে তাদের দিয়ে কাজ করিয়ে টাকা দেই না।


আবার অনেক শিল্পী কে দিয়ে গান করিয়ে টাকা দেওয়ার সময় আর গান নেই না। এই সম্পর্কে ময়মনসিংহ অঞ্চলের সেরা গিটারিস্ট এবং নতুন শিল্পী গড়ার কারিগর "কার্জন রায়" এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অনেক অভিযোগ আসে আমার কাছে তবে এই বিষয় সম্পর্কে তার ইউটিউব চ্যানেল এর সদস্য গীতিকার সুরকার ও তরুণ মিউজিক্যাল ফিল্ম পরিচালক শেখ মনির আহমেদ (আরিয়ান মনির) সব কিছু বলতে পারবে। তারপর 'আরিয়ান মনির' জানান বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও পরিচালক রাজা আহমেদ আমার উস্তাদ সহ নতুন অনেক  শিল্পী'রা আমাকে মেসেজ করে কিংবা ফোনে তার অনেক কথায় বলে কিন্তু আমার সাথে তার ফেইসবুকে পাঁচ বছরের পরিচয় আমিও রবিউল এর চ্যানেলে কিছু কাজ করেছি কিন্তু কখনো আমার সাথে কথার বরখেলাপ করে নাই। তবে হঠাৎ নিখোঁজ আর আমিও কিছু টাকা পাই। তার সাথে এখন যোগাযোগ এর কোনো মাধ্যম খোঁজে পাইনা। শুধু সবার কাছে দোয়া চাই আমরা সবাই যেনো মরার আগে সম্মান প্রদর্শন কিংবা টাকা পাই।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন