ঢাকা | বঙ্গাব্দ

ভ্যানের বডির মধ্যে লুকিয়ে থাকা ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার দুই

  • আপলোড তারিখঃ 09-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 238665 জন
ভ্যানের বডির মধ্যে লুকিয়ে থাকা ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার দুই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অভিনব কায়দায় ভ্যাটারী চালিত ভ্যানের বডির মধ্যে লুকিয়ে থাকা ৩৮৯ বোতল,ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে।


নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লোহিতপুর গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের মৃত জহর উদ্দিনের পুত্র মো. জালাল (৪৫),দূর্গাপুর উপজেলার কাচারীপুর দক্ষিণ গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র মো. সোহাগ মিয়া(৩৩)। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কোম্পানি কমান্ডার মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 


র‍্যাব-১৪ জানায়- নেত্রকোনা থেকে অভিনব কায়দায় ভ্যানের বডির মধ্যে লুকিয়ে ৩৮৯ বোতল ফেন্সিডিল নিয়ে নান্দাইলে রওনা দেয় দুই মাদক ব্যবসায়ী গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান করেন।


এসময় ভ্যানের মধ্যে লুকিয়ে থাকা ৩৮৯ বোতল ফেন্সিডিল যাহার আনুমানিক মূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা, ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করে এদিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনার  স্বীকার করেছে। 


র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মো: জাহিদুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের ভ্যানের মধ্য থেকে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন