ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল ডিবি পুলিশের অভিযান নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 30-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 291910 জন
নড়াইল ডিবি পুলিশের অভিযান নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইল ডিবি পুলিশের অভিযান নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫) যশোর জেলার অভয়নগর থানাধীন গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আখতার গাজীর ছেলে।


উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৩০ মার্চ) নড়াইল সদর থানাধীন সিংগাসোলপুর ইউনিয়নের সোলপুর বিধানের মোড়ে বাবলু রায়ের ফিডের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ নয়ন গাজী ওরফে টনি (২৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য নব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন