মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রবিবার (০৩ মার্চ) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল।
এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার অকেজো সহ পাইপ ধ্বংস ও জাকির হোসেন নামের একজনকে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এমন ফয়েজ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আমি পুলিশ ও আনসারের একটি দল নিয়ে জিয়নপুর নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। অভিযানে ২টি ড্রেজার ধ্বংস ও একজনকে ৫০০০০/-টাকা জরিমানা করা হয় । অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।