ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাঠে পটিয়া যুবলীগ

  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218565 জন
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাঠে পটিয়া যুবলীগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগ।


বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামী সুপার মার্কেট চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ  যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 


উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশিরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।


স্থানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত-বিএনপি। কোটা সংস্কারের নামে তাদের সন্তান মাঠে নামিয়েছে তারা। এতদিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে।


তিনি বলেন, বিএনপি-জামায়াতের অপকর্মে রুখে দিতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরা থেকে পটিয়ার মাটিতে বিএনপি জামায়াতের কোন নৈরাজ্য করতে দেয়া হবে না।  আর বিএনপি জামায়াত যদি আন্দোলন ও অবস্থান কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করে তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে।


প্রতিবাদ সমাবেশ শেষে শোকের মাস আগস্টের প্রথম দিনে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের পক্ষ হতে স্থানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।


সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল হাসান টিটু, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সাল, মোরশেদুল হক, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, মহিউদ্দিন, মিঠুন চৌধুরী, আহাম্মদ নুর সাগর, শাহজাহান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, তাজুল ইসলাম, কাজী কাদের, জাহেদুল ইসলাম, রণদীপ দে, হুমায়ুন কবির, ফয়জুল আবেদীন সজিব, সাইফুল ইসলাম সাইফু, মনির আহমদ, সাইফুল ইসলাম শাহিন, মো. রুবেল, সাকিব, সৈয়দ নুর, ওমর ফারুক, মোহাম্মদ রাসেল, মো. কাদের, মোহাম্মদ আলী, ইকবাল  হোসেন, হোসেন রনি, আমজাদ হোসেন বাদশা, মিল্টন দে, দিদারুল ইসলাম, জাহেদুল ইসলাম জিগার, সাদ্দাম হোসেন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন