জীবিকার তাগিদে ধান কেটে বাড়ি ফেরার পথে খুলনা -কয়রা মধ্যপথে তালা উপজেলার হরি চন্দ্রকাটি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে, বিষয়টি নিশ্চিত করছেন তালা থানার অফিসার ইনচার্জ, স্থানীয় সূত্রে জানা যায় যে আজ সকালে ১৩ জনের একটি দল ধান কেটে ধান নিয়ে কয়রা উপজেলায় বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল।
কিন্তু পথিমধ্যে ধান বোঝাই ট্রাক উল্টে যায় ট্রাকে থাকা ধানের বস্তার উপরে বসে থাকা মানুষ ট্রাক উল্টে যাওয়ার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়,এবং ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
নিহতদের দুইজনের পরিচয় কয়রা উপজেলা বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী( ৩৮) ও মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জেল সরর্দারের ছেলে মনিরুল ইসলাম( ৩০) এবং বাকি ১১ জন ও অনেক গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।