ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়া সেপটিক টাংকে নেমে ২ জন নিহত

  • আপলোড তারিখঃ 13-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 235411 জন
কুষ্টিয়া সেপটিক টাংকে নেমে ২ জন নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে এসময় আহত হয়েছেন আরো একজন।


শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যে পাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন (৩০) ও ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (৩০)।


জানা গেছে, সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেনর মৃত্যু হয়। এ সময় লিটনকে উদ্ধার করতে নেমে রাজন হোসেন নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়।


এদিকে রাজনকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই মিজান হোসেন (১৮) গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


অসুস্থ মিজান বলেন, সকালে বাড়ির পাশে মোশারফ হোসের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে আমার ভাই উদ্ধার করতে নামে পরে আমার ভাইয়েরও শ্বাসকষ্ট শুরু হয় সে সময় আমি ভাইকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি পরে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমি এখন একটু সুস্থ।


মথুরাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় একজন আহত হয়েছেন।


দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার এক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন