ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 109759 জন
নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।


৭৮ বছর বয়সী যুগল পাঠক বৃহস্পতিবার রাতে পূজার প্রসাদ আনতে বের হয়ে নিখোঁজ হন।


উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জেলা জানান, পরদিন শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে পাওয়া যায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল পাঠক প্রতিদিন ভোরে হাঁটতে বের হন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে তার বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন পরে মন্দিরের কাছে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পুকুরে খোঁজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পান।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন