পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা-চাঁদের বাজার (চিকনাই নদীর উপর) সংযোগ সেতু (বেইলী ব্রিজ) খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে (১৯৯৬) চিকনাই নদীর উপর এক পেলার করে নির্মিত সরু ব্রিজের রেলিং,ছাদ ভেঙ্গে রড বের হয়ে গেছে বর্তমানে বিপজ্জনক অবস্থায় রযেছে সেতুটি যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে চাটমোহর এবং আটঘরিয়া উপজেলার ১৫/১৬ গ্রামের মানুষ চিকনাই নদী পারাপারের সময় এ ভাঙ্গা ব্রিজ ব্যবহার করেন। প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ ও আটলংকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আটলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,হেংলী বুধপাড়া দাখিল মাদ্রাসায় আগত শত-শত ছাত্র-ছাত্রীরা এই ব্রিজটি ব্যবহার করে থাকে এই বেইলি ব্রীজটি অপ্রশস্ত ও সরু হওয়ার কারনে বাই সাইকেল, মোটর সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে পারে না।
ব্রিজটিতে পারাপারের সময় দোল খায়, এক সময় ব্রিজটি ব্যবহারের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ সতর্ক সাইন বোর্ড টাঙ্গানো হয়েছিল বর্তমানে সেই সাইন বোর্ডটিও নাই। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে ব্রীজের দুই পাশেই দুটি বাজার হওয়ায় ব্রীজটি অনেক তাৎপর্যপুর্ণ চাঁদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় যে, একটি হাতি ব্রিজ পার করার সাহস পায়নি হাতীর মাহুদ বার বার চেষ্টা করেও হাতিটিকে ব্রিজে উঠাতে পারে নাই প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ সদর উদ্দিন এর সাথে আলাপ করে জানা যায় যে, এলাকাবাসীর প্রানের দাবী অবিলম্বে ভাঙ্গা ব্রিজটি অপসারণ করে চিকনাই নদীর উপর বড়ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন।
তিনি আরো বলেন, বিগত সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর থেকে বারবার প্রকল্প গ্রহন করেছে কিন্তু দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি আর আটলংকা গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগেই, তাই চিকনাই নদীর উপর একটি বড় সেতু নির্মাণ এখন সময়ের দাবী।
অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ বলেন, বর্তমানে এই সেতুটি বড় করে নির্মাণ করা সময়ের দাবী ও অত্র এলাকার মানুষের অধিকার।
পরিবেশ সম্প্রীতি মানবাধিকার রক্ষায় গ্রিনপিস স্লোগান ধারনকারী আন্তর্জাতিক সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, চিকনাই নদীর উপর ব্রীজটি এলাকার জীবন মানের অনেক উন্নয়ন সাধন করবে পরিবেশের ভারসাম্য রক্ষায় চিকনাই নদীতে জোয়ার ভাটা চালু করতে হবে, পুর্বে জোয়ার ভাটা অব্যহত ছিলো বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি আরো বলেন, আশা করি এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।