ঢাকা | বঙ্গাব্দ

দেবহাটার নওয়াপাড়ায় ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা

  • আপলোড তারিখঃ 08-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 277680 জন
দেবহাটার নওয়াপাড়ায় ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি এবং ও.সি.এস.ও এর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য ও শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ফরিদা পারভীন, ইউপি সদস্য ও স্যানিটেশন, পয়নিস্কাশন ও নিরাপদ পানি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সিএসও কমিটির সালাউদ্দীন প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সদস্য তাপস রায়, আব্দুস সুবাহান, আব্দুর রহমান, রায়হান হোসেন, রওশানারা নাজনীন, শহিদুল ইসলাম, রবীন ঘোষ, আছমা খাতুন, হারুন রশিদ, শরিফুল ইসলাম, সুমাইয়া আফরোজ, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আলিম হোসেন পলাশ, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, রেবেকা পারভীন সহ বিভিন্ন পর্যায়ের সদস্য, রাইট টু গ্রো প্রোজেক্টের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে স্থানীয় সরকারের বাজেটে বরাদ্দের মাধ্যমে অপুষ্টিতে ভোগা শিশুদের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হয়



নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন