ঢাকা | বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ

  • আপলোড তারিখঃ 17-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 232847 জন
খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা বিকালের মধ্যে হল ছাড়ার  নির্দেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ বুধবার (১৭ জুলাই)  খুলনা বিশ্ববিদ্যালয় বন্দর ঘোষণা করেন এবং বিকাল ৫টার মধ্যে ছাত্র ছাত্রীদের   আগামীকাল ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রেরিত ১৬ জুলাই ২০২৪ তারিখের ৩৭.০১.০০০০.০৩১.৯৯.০০৪.২১.৩১৭ স্মারকের পত্র এবং ২২৮ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।



এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত সকল ছাত্রদের আজ বুধবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


 খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন