বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী।
কাজী মোখতার হোসাইন তার হাতের লিগামেন্ট অপারেশনের জন্য ভারতের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শুক্রবার দুপুরে তার অপারেশন সম্পূর্ণ হয়েছে। কাজী মোখতার হোসেইনের পরিপূর্ণ সুস্থতার জন্য ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর উদ্যোগে দোয়া মোনাজাত করানো হয়। শুক্রবার মাগরিব বাদ স্টেডিয়াম জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টেডিয়াম জামে মসজিদের ইমাম, মাওলানা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।