আজ মহান মে দিবস, বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
মহান মে দিবস উপলক্ষে চিরিরবন্দরে নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে মহান দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য, তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। তাদের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করি।
তাইতো মেহেনতি মানুষের শ্রম ও ঘামে এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়, আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার সংগ্রামের এক অনন্য দিন হিসেবে
আমরা এই দিনে বাংলাদেশের ও বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি সমর্থন ঘোষণা করছি, আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি
মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিকসমাবেশ , শোভাযাত্রা , আলোচনাসভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বেলা ১০ টায় উপজেলা চত্বরে শ্রমিক দিবস ও আলোচনা সভার আয়োজন করেছেন।