আজ বুধবার ( ১০ জুলাই) ৯ টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার খানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারনে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন হয় জানা যায় নিহতের নাম শেখ মুজিবুর রহমান এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে বুধবার এলে তাঁর স্ত্রী ও সন্তানও গুরুতর আহত হন আহতের অবস্থা আশঙ্কাজনক অস্ত্রের আঘাতে তাদের হাত, গলা ও শরীবের বিভিন্ন অংশ ক্ষত হয়েছে।
ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল বুধবার রাতে তারই ধারাবাহিকতায় বাকবিতণ্ডার এক পর্যায়ে কুতুব উদ্দিন দেশীয় হাসুয়া নিয়ে মজিবুর রহমানকে কোপাতে শুরু করে মজিবুরের স্ত্রী ও ছেলে তাকে ঠেকাতে গেলে কুতুব উদ্দিন তাদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয় স্থানীয় আহতের নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ।