ঢাকা | বঙ্গাব্দ

ভোলা প্রেসক্লাবে আলোচনাসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 15-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206523 জন
ভোলা প্রেসক্লাবে আলোচনাসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বর্তমান দেশের প্রেক্ষাপটে সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভোলায় সাংবাদিকদের সাথে প্রশাসন, রাজনীতিবিদ, সুশিল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় এডভোকেট মনিরুল ইসলাম ও ইউনুস শরীফের যৌথ সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার প্রথম সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, এইচআরডিএফ এর সভাপতি মোবাশ্বিরুল উল্লাহ চৌধুরী, জেলা জামাতের আমির জাকির মাষ্টার, নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী হারুন-উর রশিদ, উপজেলা সভাপতি মাওলানা কামাল হোসেন, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ।


 ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, এডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, জেলা বিএনপির নেতা ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান সফিউল্লাহ, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।


জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অভিনাশ নন্দী, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি শান্ত ঘোষ, সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন, জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল নাহার এ্যানী, মাসুম মিঝি, রাহিম ইসলাম প্রমুখ। 


এ ছাড়া ভোলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন