ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় স্থায়ী শুমা‌রি ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপলোড তারিখঃ 26-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 87241 জন
কয়রায় স্থায়ী শুমা‌রি ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (২৬  নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায়  অর্থ‌নৈ‌তিক শুমা‌রি ২০২৪ বাস্তবায়ন উপল‌ক্ষে খুলনার কয়রায় স্থায়ী শুমারি ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 


কয়রা উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা পরিসংখ‌্যান দপ্ত‌রের আয়োজ‌নে

কয়রা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার অ‌ফিস কক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।  


অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন কয়রা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। শুরু‌তে স্বাগত বক্তৃতা রাখেন  উপ‌জেলা শুমা‌রি সমন্বয়কারী আবু হাসান শেখ।  এ সময় আরো অতিথি হিসেবে  উপ‌স্থিত ছি‌লেন কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ক‌রিম, নির্বাচন কর্মকর্তা মোঃ আসাদুর রহমান, কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ শ‌রিফুল আলম, পরিসংখ্যান সহকারী ও জোনাল অফিসার মনোজ মন্ডল,চেইনম‍্যান ও জোনাল অফিসার রাকিবুল ইসলাম,মো: জোনাল অফিসার আরাফাত একরাম, ব‌্যবসা‌য়ি জুল‌ফিক্কার আলী, জিএম মোনা‌য়েম, মোস্তা‌ফিুর রহমান, ছাত্র সমন্বয়ক গোলাম রব্বানী সহ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন