পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ বাজারস্থ মানবতার হাত ফাউন্ডেশন এর উদ্যোগ ও আর্থিক ব্যবস্থাপনায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পবাখালী গ্রামের মৃত আব্দুস সোবাহান সরদারের ছেলে মোঃ ফরিদ উদ্দিন কে মুদি দোকান ঘর ও আনুসাঙ্গিক মালামাল সহ দোকান হস্তান্তর করা হয়।
মোঃ ফরিদ উদ্দিন একজন সবল কর্মক্ষম ব্যক্তি ছিলেন করিমন গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বিগত ২০১৯ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার করিমন গাড়ী দুরচে-মুচড়ে যায় ও তিনি তার দুই পায়ে গুরুতরভাবে আঘাত পান এবং পুঙ্গ হয়ে যান।
পরবর্তীতে নিজের সহায় সম্বল বিক্রি করে লোকের কাছে হাত পেতে প্রায় আট লক্ষ টাকা খরচ করে জীবন ফিরে পান ও একটি পায়ে অপারেশন করেন অপর পায়ের অপারেশন করার টাকা জোগাড় করা তার কোন ভাবেই সম্ভব নয়। প্রতিদিন অপারেশন কৃত পায়ের ক্ষত শুকানো সহ আনুসাঙ্গিক
মেডিসিন কিনতে প্রায় হাজার লাগে তিনি দূর্বিসহ জীবন যাপন করছেন, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি কার্ড করে দিলেও তাতে ৫ সদস্যের সংসারে কিছুই না।
হতদরিদ্র অসহায় প্রতিবন্ধী পুঙ্গ ফরিদ উদ্দিনের এ অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন জব টাস সলিউশনের প্রবক্তা তরুন লেখক মোঃ আব্দুল হান্নান তার আন্তরিক প্রচেষ্টায় মানবতার হাত ফাউন্ডেশন তাদের রহমতের নেকদৃষ্টি প্রসারিত করে প্রতিবন্ধী ফরিদ উদ্দিন এর পাশে দাড়ায়। মানবতার হাত ফাউন্ডেশন তাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় একটি টিনের স্টল ঘর তৈরী করে তাদে নিত্য প্রয়োজনীয় মুদি মালামাল ক্রয় করে একদম চালু টিপটপ অবস্থায় মুদি দোকান হস্তান্তর করেন।
গত শুক্রবার উনিশে জুলাই ২০২৪ বিকেল সাড়ে তিন ঘটিকায়।
মুদি দোকান হস্তান্তর ও ফরিদ স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মানবতার হাত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও পল্লী চিকিৎসক আসাদুজ্জামান উকিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, গীতিকার-সাংবাদিক-গবেষক ও পরিবেশ মানবাধিকার কর্মী, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি- গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া নূরুল হাফিজিয়া মাদ্রাসার পরিচালক- মাওঃ আব্দুস সামাদ, কদমতলী মহিলা দাখিল মাদ্রাসার মুদাররিস মাওঃ আব্দুস সালাম।
বক্তব্য রাখেন নাসিম সৈকত, আব্দুল হান্নান, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন-মানবতার হাত ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অসহায়ত্বে তাদের পাশে দাড়িয়েছে আমাদের উচিত যত টুকু সম্ভব সমর্থন দিয়ে মানবতার হাত ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা করা ও পাশে থেকে বিভিন্ন পরিস্থিতিতে দিকনির্দেশনা দান করা।
মানবতার হাত ফাউন্ডেশন চাটমোহর, ফরিদপুর, আটঘরিয়া উপজেলার কিছু এলাকা/গ্রামের তাদের এই মহতী উদ্যোগ ও কার্যক্রম পরিবৃত করেছে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখে খোঁজ খবর নেই। আমি জলবায়ু ও পরিবেশ, সম্প্রীতি ও মানবাধিকার নিয়ে কাজ করি বলেই মানবিক কাজগুলোকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ মেলে ধন্যবাদ ও শুকরিয়া মানবতার হাত ফাউন্ডেশনকে আসাদুজ্জামান উকিল, ফয়সাল আহমেদ সহ সংশ্লিষ্ট সকলকে।
মানবতার হাত ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান উকিল বলেন- আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ মানব সেবা করা সম্ভব নয়! আপনাদেরকে সব সময় পাশে চাইলে, আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক বা মৌখিক সমর্থন দিয়ে হোক অর্থাৎ যেভাবেই হোক আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন মানবতার হাত ফাউন্ডেশন একটি মানবিক সমাজ সেবা মুলক প্রতিষ্ঠান হিসেবে এলাকার বহু অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও যেনো অব্যাহত থাকে এ আশাবাদ ব্যক্ত করেন।
মুদি দোকান হস্তান্তর ও শুভ উদ্ভোধন অনুষ্ঠান পরিচালনা করেন- মানবতার হাত ফাউন্ডেশন এর অন্যতম উদ্যোক্তা ও গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ।