ঢাকা | বঙ্গাব্দ

খুলনা নগরীতে চলছে জোয়ার ব্যবসা ফলে সাধারণ মানুষের ক্ষোভ

  • আপলোড তারিখঃ 08-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 237947 জন
খুলনা নগরীতে চলছে জোয়ার ব্যবসা ফলে সাধারণ মানুষের ক্ষোভ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় চলছে রমরমা জুয়ার ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এ আসর চললেও ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এ জুয়ার কারণে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার অবিলম্বে জুয়া বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



খোঁজ নিয়ে জানা গেছে, সোনাডাঙ্গা-গল্লামারি  রোডের আলীর ক্লাবের পাশ দিয়ে গলির মাথায় চলছে জুয়ার বোর্ড,দিন-রাত চালানো হয় এসব জোয়ার আসর। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই এ সকল জুয়া ও মাদকের ব্যবসা চলে আসছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।


তবে কোন প্রকার অভিযান না হওয়ায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন জুয়ার পাশাপাশি চলে মাদকের রমরমা বাণিজ্য। এত বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন কে বা কারা তাই নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন।


জুয়ার বোর্ডের একটি সূত্র দাবি করেছে, একেবারে ময়ুর নদীর গা ঘেঁষে অনেকটা দুর্গম এলাকায় চলে বোর্ড রাত হলে এখানে আড্ডা জমে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের। এখানে কাচ্চু, হাইড্রো গেম ও হাউজিসহ তিন ধরনের খেলা পরিচালনা করা হয়।


অনেকেই জুয়ায় আসক্ত হয়ে সব অর্থ খুঁইয়ে সর্বশান্ত হয়ে বাড়ি ফেরে। আবার অনেকেই বাড়িঘর ভুলে ডুবে থাকে নেশায় স্ত্রী-সন্তানদের অপেক্ষা করতে দেখা যায় কেউ প্রতিবাদ করলে র‌্যাব-পুলিশকে ম্যানেজ করেই তারা জুয়ার বোর্ড চালায় বলে পাল্টা হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।


এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার (ওসি) মোঃ অহিদুজ্জামান বলেন, আমি খবর পেয়েছি এক জায়গায় বোর্ড পরিচালনা হচ্ছে। সাম্প্রতিক  কয়েকটি কাজের কারণে অভিযান পরিচালনা করা হয়নি আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন