ঢাকা | বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 258648 জন
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ শুক্রবার (৭ জুন)জুম্মা নামাজ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি  চত্বরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থী গন মানববন্ধন করেন। 


শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে প্রথম ও  দ্বিতীয় শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের কারণে তারা এই মানববন্ধন করছেন। 


এ সময় সাধারণ শিক্ষার্থীগণ বলেন যে মেধা ভিত্তিক চাকরি চাই । আর প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য সব কোটা বাতিল করতে হবে । তাদের প্ল্যাকাডে লেখা ছিল কোটা বাতিল কর; ন্যায় বিচার আনো ;মেধাবির কান্না, আর না  আর না, মেধা দিয়ে চাকরি ধরো, ১৮-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,  কোটাপ্রথা  নিপাত যাক, মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পাক


এছাড়া বিভিন্ন ধরনের  প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়াইয়া প্রতিবাদ স্লোগান দিতে থাকে। তবে দেখা যায়  এ মানববন্ধনে  খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা  অবিলম্বে কোটা সংস্কার দাবি  জানাই  আর তা না হলে অন্যথায় কঠোর ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তারা বলেন কোন স্বাধীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা থাকতে পারেনা। তাই তারা হাইকোর্টের রায় কে প্রত্যাখ্যান করছেন। এবং সরকারকে অনুরোধ জানাই যে তারা যেন এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আর যদি সরকার কোন পদক্ষেপ গ্রহণ  না করে তবে আইন ও রাজপথে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরবর্তীতে বড় আন্দোলনে নামবে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন