ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জ ডিবির অভিযানে ২২ কেজি গাঁজা ও ০১টি নোহা মাইক্রোবাসসহ গ্রেফতার-২

  • আপলোড তারিখঃ 08-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 240913 জন
কিশোরগঞ্জ ডিবির অভিযানে ২২ কেজি গাঁজা ও ০১টি নোহা মাইক্রোবাসসহ গ্রেফতার-২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২২ (বাইশ) কেজি গাঁজা ও ০১টি নোহা মাইক্রোবাসসহ মোট ০২ জন গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়।



০৫/০৭/২০২৪ খ্রি: ১৮.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন খামা সাকিনস্থ অলোলা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি জসিম (৪৫) পিতা- রইছ উদ্দিন, সাং- তালদশী, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৫/০৭/২০২৪ খি: ১৮.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার।


(ডিবি) এসআই (নিঃ)মোঃ মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৬/০৭/২০২৪ খ্রি: ০৯.১০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন খিলপাড়া বাজার সংলগ্ন জেলখানা মোড়ের জামান রিফুয়েলিং ফিলিং স্টেশনের সামনে।


ভৈরব হইতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- কাশির চর (উজান কাসির চর), থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২১ (একুশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করে।


০৬/০৭/২০২৪ খি. ০৯.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।উপরোক্ত ০২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন