নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:।।
কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে ২২ (বাইশ) কেজি গাঁজা ও ০১টি নোহা মাইক্রোবাসসহ মোট ০২ জন গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়।
০৫/০৭/২০২৪ খ্রি: ১৮.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন খামা সাকিনস্থ অলোলা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি জসিম (৪৫) পিতা- রইছ উদ্দিন, সাং- তালদশী, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৫/০৭/২০২৪ খি: ১৮.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার।
(ডিবি) এসআই (নিঃ)মোঃ মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৬/০৭/২০২৪ খ্রি: ০৯.১০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন খিলপাড়া বাজার সংলগ্ন জেলখানা মোড়ের জামান রিফুয়েলিং ফিলিং স্টেশনের সামনে।
ভৈরব হইতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- কাশির চর (উজান কাসির চর), থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২১ (একুশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করে।
০৬/০৭/২০২৪ খি. ০৯.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।উপরোক্ত ০২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।