ঢাকা | বঙ্গাব্দ

দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭

  • প্রতিনিধির নাম :মোঃ আবির হোসাইন, (ভোলা) দৌলতখান উপজেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1330 জন
দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ১ নং ওয়ার্ডে জমি জমার বিরোধের জের ধরে সংঘর্ষ হয় এতে অন্তত ৭ জন আহত।

স্থানীয়রা জানান গত ১০০ বছর ধরে ১ একর ১৭ শতক জমি তার পূর্ব পুরুষগণ ভোগ করে আসছে , হঠাৎ সেই জমি গত ১৭ বছর জোরপূর্বক দখল করে নিয়েছেন দৌলতখানের প্রভাবশালী নেতা এডভোকেট কিরন হোসেন তালুকদার ও তার ড্রাইভার মোঃ আব্দুল খালেক সহ তার গংরা।

সোমবার সকাল দশটার দিকে ওই জমি ও পুকুরে মেশিন বসানোর পর ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে কিরণ তালুকদারের ড্রাইভার আব্দুল খালেক আতর্কিত হামলা চালায়, এই সময় ৭ জন আহত হয়েছেন, আহতরা হলেন হারুন, আনিসুল হক, নূরনবী, নুর আলম, তামজিদ, জাহিদ, বিবি আয়েশা, নুরজাহান বেগম, তারা সবাই দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাদিন রয়েছেন। এই বিষয়ে ড্রাইভার আব্দুল খালেক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়  প্রধান শিক্ষ

যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রধান শিক্ষ