ঢাকা | বঙ্গাব্দ

প্রার্থী ও প্রতীক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নুরুল হক নুর

  • প্রতিনিধির নাম :অনলাইন ডেস্ক: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1393 জন
প্রার্থী ও প্রতীক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নুরুল হক নুর ছবির ক্যাপশন: অনলাইন থেকে সংগ্রহ নুরুল হক নুর:
ad728
দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’ শীর্ষক বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘৫ আগস্ট শুধু হাসিনা বা ফ্যাসিবাদের পতন হয়নি। পুরানো রাজনৈতিক ব্যবস্থারও পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকেই একটা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রত্যাশা করে আসছিল। জনগণের সেই আকাঙ্ক্ষা থেকেই গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা।

ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, ‘দু-তিন আসনে গণঅধিকার পরিষদ কোনও নির্বাচনী জোটে যাবে না। বিকল্প রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে প্রার্থী দেবে।

‘তারই অংশ হিসেবে এ মাসের শেষের দিকে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে ৩০০ আসনেই একক প্রার্থী ঘোষণা করা হবে।’

প্রতিক্রিয়ায় ‘১০ আসনে প্রার্থী ঘোষণা বা বিএনপির সঙ্গে ২ সিটের আসন সমঝোতার বিষয়টি সঠিক নয়’ বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।


নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক নিউজ স্বাধীন ৭১:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে  পল্লী সঞ্চয়  ব্যাংকের কর্

দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্