ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1205 জন
ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ীতে তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে।এ সময় মাদক ব্যবসায়ী রিয়াজুল হক বাঁধন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও তার ভাই মাদক ব্যবসায়ী বিদ্যুৎ কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও তার ভাই পলাতক মাদক ব্যবসায়ী বিদ্যুৎ (২২) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমানের দিকনির্দেশনায় আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে স্বাধীন ৭১ এর প্রতিষ্ঠা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে স্বাধীন ৭১ এর প্রতিষ্ঠা