💜চিরন্তন ভাওয়াল বীর💙
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ শহীদ আহসান উল্লাহ মাস্টার (এম পি)
এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে উৎসর্গীত)
বীর বাঙ্গালীর বীর সন্তান আহসান উল্লাহ মাস্টার-
জনগনের মাঝে বেড়ে উঠা এক সম্ভাবনায় অপার
বলতেন কথা নীতি আদর্শে সদা শ্রমিক জনতার-
ফিরবেন না কোনদিনও আমাদের মাঝে আর...
৭ই মে'২০০৪ইং শুক্রবার এক জনতার মাহফিলে-
ঘাতকেরা কেড়ে নেন প্রাণ তার অকৃতজ্ঞতার মাশুলে,
হামলা চালিয়ে হত্যা করে আদর্শিক শিক্ষক কে-
যিনি ছিলেন টঙ্গী-গাজীপুরের নয়নের মনি যে...
অপরাপ ছিলো সরব দেশপ্রেম ও জনপ্রিয়তা-
সহ্য হয়নি সেই অপশক্তিদের দেখে আদর্শবাদীতা,
জনতার পক্ষে কথা বলা ছিলো কি তার অপরাধ-
নিভিয়ে দিলো আলোর প্রদীপ সঙ্গে জনতার সাধ!
পিছিয়ে পড়লো ভাওয়াল ভূমি ডুবে আধারে-
হারিয়ে গেলো ভাওয়াল বীর স্মৃতির পাথারে,
অবহেলিত হলো জীবন-জীবিকা ভাওয়াল ভূমির-
নেমে এলো ভাওয়াল বাসীর জীবনে আঁধার তিমির...
আদর্শ নেতা ছিলেন যে আহসান উল্লাহ মাস্টার-
শ্রদ্ধা ভরে করি স্মরণ সকলে কর্মময় জীবন তার,
করেছেন রাজনীতি বলতে কথা শ্রমিক জনতার-
ভাওয়াল ভূমিতে কে আছে এমন সংগঠক আর!
ভাওয়াল বীর সন্তান যিনি জনতার ভালোবাসায়-
লক্ষ প্রাণে বেঁচে আছেন আদর্শিক গতি ও দিশায়,
ভালোবেসে ভাওয়াল জনতা বীর উপাধি করে দান-
দিয়েছেন অকুন্ঠ সমর্থন; শ্রদ্ধা ভরে দীপ্ত সম্মান!
রেখে যাওয়া তার মত ও পথের সঠিক ব্যবহারে-
ভাওয়ালবাসী সদা যে তৎপর রয়েছে শ্রদ্ধা ভরে,
ভাওয়াল বীরের প্রতি দ্বীপ্ত ভালোবাসায় অবিরাম-
ভোলেনি কভুও ক্লান্তি কালে বীর সন্তানের নাম!
ভালোবেসে করে দোওয়া সকলেই বীরের প্রতি-
অসৌজন্যতায় ভাওয়ালবাসী ভোলেনি সম্প্রীতি,
৭ই মে গভীর শ্রদ্ধায় স্মরন করে দোওয়া করে-
রেখো ওগো মাবুদ ভাওয়াল বীরকে সুখে কবরে...
ভাওয়াল বীর আছে ভালোবাসায় বেঁচে সমাজে-
তার আদর্শ লালন করি যেনো রাজনৈতিক কাজে,
রবেন আমাদের বীর সন্তান কর্মে বেঁচে চিরদিন-
বিলীন যেন না হয় ভাওয়াল বীরের কর্ম কোনদিন......!
(তারিখঃ ৭ই মে'২০২১ঈশায়ী,
রাতঃ ১২:০০__১২:৩৪,
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, ডাকঃকুয়াবাসী,
উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা-৬৬১০)
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া