নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
এসময় উপদেষ্টা মহোদয় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রভিত্তিক অর্থনীতির (Blue Economy) প্রবৃদ্ধিতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
এছাড়াও, নৌপরিবহন উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের সচিবগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মেরিটাইম সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সমুদ্র বন্দরের সুব্যবস্থাপনা, ব্লু ইকোনমির সমৃদ্ধি, নৌপথে নিরাপত্তা জোরদারসহ দেশের উন্নয়নে গৃহীত সমুদ্রকেন্দ্রিক স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করা হয়।
দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নের জন্য সর্বোচ্চ অবদান রাখতে নৌবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।