সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বড়লিয়া ইউনিয়নের আশ্চর্যপাড়া এলাকার একটি শ্মশানের পাশে ফসলি জমিতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে পটিয়া থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উদ্ধার ওই নারীর পরনের প্যান্টের উপরের অংশ ছেঁড়া ছিল। ফলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অজ্ঞাতনামা এক নারীর বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।
এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।