ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় দুই শিক্ষার্থী ট্যালেন্ট হান্ট পিকেসিএসবিডি বাছাইয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ, খুশির আমেজ শিক্ষক এবং পরিবারের মাঝে

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 905 জন
মনপুরায় দুই শিক্ষার্থী ট্যালেন্ট হান্ট পিকেসিএসবিডি বাছাইয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ, খুশির আমেজ শিক্ষক এবং পরিবারের মাঝে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডি) এর বাছাই পর্বে অংশে নেয় মনপুরা হাজির হাট সরকারি মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন ছাত্র তাদের মধ্যে দুই শিক্ষার্থী দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ায় খুশির আমেজ শিক্ষক ও পরিবারের মাঝে।

গত ১৬ মে ২০২৫ পিকেসিএসবিডি’র ক্রিকেট ট্যালেন্ট হান্ট (২য় পর্ব ২০২৫)’ প্রতিযোগিতায় ভোলা জেলা বাছাই পর্বে অংশগ্রহণ করে। বাছাই পর্বটি অনুষ্ঠিত হয় ভোলা জেলা স্টেডিয়ামে। 

জেলা ভিত্তিক বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে। ব্যাটিং, বোলিং ও উইকেট কিপিং এই তিন বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়। পিকেসিএসবিডি 'কে হবে আগামীর টাইগার' নামে সারা দেশে এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করছে। তিনটি শ্রেণি বা বয়সভিত্তিক গ্রুপ থেকে মোট ২৬৪ জন উত্তীর্ণ হবে। প্রতিটি লেভেলে উত্তীর্ণদের পরবর্তী লেভেলে ডাকা হবে। প্রতিবছর একবার করে সারা দেশ থেকে ট্যালেন্ট হান্ট করা হবে। উত্তীর্ণদের উন্নত ট্রেনিং এবং ১০০টি ক্রিকেট ম্যাচ স্কলারশিপ হিসেবে ফ্রি খেলানো হবে। উত্তীর্ণদের পরিণত এবং প্রফেশনাল ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হবে। ট্যালেন্ট হান্ট-২য় পর্বে যারা উত্তীর্ণ হতে পারবে না, তাঁদের জন্য ট্যালেন্ট হান্টের পরবর্তী পর্বে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ থাকবে।

মনপুরা হাজির হাট  সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কুল থেকে  যে ৪ জন  ছাত্র এই প্রতিযোগিতায় অংশ নেয়, তারা হলেন ৮ম শ্রেনির মোঃ আফিফ আল ইসলাম, পিং মোঃ আমিরুল ইসলাম ফিরোজ। ৮ম শ্রেনির, মোঃ সাহেদুর রহমান মাহিন, পিং মোঃ আব্দুর রহমান দুলাল। ৯ম শ্রেনির মোঃ সাফায়েত, পিং মোঃ আতিকুর রহমান। ৮ম শ্রেনির মোঃ জোবায়ের, পিং মোঃ বেলায়েত মাঝি। মধ্যে মিডিয়াম পেস বোলিং ব্যাটিং ও উইকেট কিপিং ক্যাটাগরিতে নির্বাচিত হয়  
এবং তাদের নির্বাচিত হওয়ার সংবাদ পেয়ে বিদ্যালয়ের সকলে আনন্দ প্রকাশ করে এবং তাদের আন্তরিক অভিনন্দন জানায়।

হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,আমরা খুবই গর্বিত যে আমাদের স্কুল থেকে যে চার জন অংশ গ্রহণ করে দুই জন ছাত্র ট্যালেন্ট হ্যান্ট (২য় পর্ব ২০২৫) খ' শাখায় নির্বাচিত হয়েছে । আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দিবো।

অভিভাবক মোঃ বেলায়েত হোসেন বলেন, আমার ছেলে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হওয়ায় আমরা অনেক খুশি এবং গর্বিত। তারা যেনো ভবিষ্যতে  জাতীয় দলে খেলার সুযোগ পাই এবং সরকারের কাছে বলতে চাই প্রতিটি জেলা ট্যালেন্ট হান্ট এর মাধ্যমে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার হয়ে উঠে এবং বাংলাদেশ ক্রিকেট কে আরো শক্তিশালীতে করতে পারে । আমার ছেলে মোঃ জোবায়ের ছোট বেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ ছিল। তা ছাড়া সে পড়াশোনাতেও অনেক ভালো। আমি চাই তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করুক।'

এক শিক্ষার্থী বলেন ,আমাদের স্কুলের প্রধান শিক্ষক আলমগীর স্যারসহ অন্যান্য শিক্ষকেরা আমাদের অনেক উৎসাহ ও সাহস দিয়েছেন। সব সময় আমরা তাদের সহযোগিতা পেয়ে আসছি। আমরা তাদের কে অনেক কৃতজ্ঞতা জানায়।

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল

খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল