রাউজানের রাবার বাগানে রাতভর দুঃসাহসিক অভিযান করে ছিনতাইকৃত ৮টি গরু ও ট্রাকসহ ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার।
জনৈক গরু ব্যবসায়ী গোলাম ছেরমত ৯টি গরু রাঙ্গামাটির লংগদু থানাধীন মাইনী বাজার হতে ক্রয় করে বোয়ালখালী নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান সংলগ্ন এলাকায় পৌঁছামাত্রই ছিনতাইকারীরা মোটরসাইকেল এবং ড্রাম ট্রাক সহযোগে রাস্তায় ব্যরিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকের গতিরোধ করে এবং গরুগুলো চোরাই কিনা এই বিষয়ে কাগজপত্র দেখতে চায় এবং এই রাস্তা দিয়ে গরু নিয়ে যেতে চাইলে ৩০,০০০/- হাজার টাকা চাঁদা দাবী করে।
আসামিরা গোলাম ছেরমত এর নিকট থেকে জোড়পুর্বক ১ লক্ষ টাকা, ১টি পিক্সেল-৩ মোবাইল ফোন ও গরু ক্রয়ের রসিদ নিয়া যায়। আসামীরা গরু ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে গরুবোঝাই ট্রাকটি নিয়ে রহমতপুর সড়কের উত্তর পাশের রাস্তা দিয়ে রাবার বাগানের দিকে চলে যায়।
উক্ত ঘটনার বিষয়ে রাউজান থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে রাউজান থানা পুলিশের একটি দল গরু ব্যবসায়ীকে সাথে নিয়ে রাবার বাগানে অভিযান পরিচালনা করে গরুবিহীন ছিনতাইকৃত ট্রাকটি রাবার বাগানের ভিতর হতে উদ্ধার করে এবং আসামীকে রাবার বাগানের ভিতর মোটরসাইকেলসহ দেখতে পেয়ে ধাওয়া দিলে আসামী তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তখন পুলিশ ছিনতাই হওয়া ট্রাক এবং আসামীর ফেলে যাওয়া মোটরসাইকেল হেফাজতে গ্রহণ করে।
পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে ইং ১৮.৫.২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় রাবার বাগানের ভিতর থেকে ছিনতাই হওয়া ০৮টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় বাদী গোলাম ছেরমত এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে রাউজান থানার মামলা নং- ১৩, তাং- ১৮/০৫/২০২৫খ্রি. ধারা- ৩৪১/৩৮৫/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। ছিনতাই ঘটনায় জড়িত আসামীদের সনাক্তকরণসহ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।