ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে কৃষি অফিসে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 30-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 242386 জন
মিরপুরে কৃষি অফিসে মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

৩৩ শতাংশ জমিতে গ্রীষ্মকালে হলুদ তরমুজ চাষে কৃষক ২ লক্ষ টাকা লাভবান হবে এমনটাই বলেছেন যশোর অঞ্চলে টেকশই সম্প্রসারণ প্রকল্পের কর্মকর্তারা।


শনিবার (২৯ জুন) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া খাড়ারা এলাকায় যশোর অঞ্চলে টেকসই সম্প্রসারণ আওতায় অধিক লাভ জনক ফসল হলুদ তরমুজ চাষে উদ্ভূত করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস এসব মন্তব্য করে বক্তারা। অনুষ্ঠানে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর অঞ্চলের সম্প্রসারণ প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।



এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, মনিটরিং অফিসার মাসুম আব্দুল্লাহ, সহকারী কৃষি অফিসার আব্দুল মুন্নাফ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল প্রমুখ। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ বলেন, বর্তমানে গ্রীষ্মকালে তরমুজ উৎপাদনের মাধ্যমে স্বল্প সময়ে কৃষকরা লাখপতি হতে পারে। বিভিন্ন এলাকায় হলুদ তরমুজ চাষে এক বিঘা জমিতে আনুমানিক ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষকের আয় হচ্ছে। যার ফলে মিরপুর অঞ্চলে হলুদ তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন তারা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হালিম বলেন, বর্তমানে কৃষকরা শুধু নিজের জন্য উৎপাদন করে না। তারা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য উৎপাদন করে। তাই আমরা যে ফসলে লাভজনক বেশি সেই ফসলই বেশি বেশি উৎপাদন করব। বেশি অর্থ উপার্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাব।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন