ঢাকা | বঙ্গাব্দ

নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ 29-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 245966 জন
নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় আলহাজ্ব আব্দুল কাদির ভূঁইয়া (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নান্দাইল-দেওয়ানগঞ্জ রোডের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির ভূঁইয়া  আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর ভূঁইয়া বাড়ির আব্দুল গফুর ভূঁইয়ার পুত্র। 


পারিবারিক সূত্রে জানা গেছে - আলহাজ্ব আব্দুল কাদির ভূঁইয়া শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি চাঁনপুর থেকে বাই সাইকেল চালিয়ে নান্দাইল বাজারের দিকে আসছিলেন।


সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে আসতেই দ্রুত গতির একটি মোটরসাইকেল বাই সাইকেল কে ধাক্কা দেয়। এতে আব্দুল কাদির ভূঁইয়া সড়কেই পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এঘটনায় দ্রুত গতির মোটরসাইকেল আরোহীর কোন খোঁজখবর পাওয়া যায়নি। 


নিহতের ভাতিজা মাহবুব আলম ভূঁইয়া শাওন বলেন- চাচা খুবই সহজ সরল মানুষ ছিলেন। বাই সাইকেল করে বাজারে আসার পথেই দ্রুত গতির এক অজ্ঞাত মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 


নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন- মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন