ঢাকা | বঙ্গাব্দ

চিরিরবন্দরে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১৭ গ্রাম পুলিশ

  • আপলোড তারিখঃ 13-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 254393 জন
চিরিরবন্দরে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১৭ গ্রাম পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গত মঙ্গলবার   চিরিরবন্দরে  থানায় নতুন ইউনিফর্ম  ও  সরঞ্জামাদি  পেলেন  ১১৭ গ্রাম  পুলিশ দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলার  চিরিরবন্দর  থানার   ১২ টি ইউনিয়নের  ১১৭  জন  গ্রাম  পুলিশ।


সদস্যদের  মাঝে  নতুন  ইউনিফর্ম  ও সরঞ্জামাদি  বিতরণ  করেছে  উপজেলা প্রশাসন এতে  যথাযথ  দায়িত্ব  পালনে গ্রাম  পুলিশ  সদস্যদের  মাঝে  নতুন উদ্দীপনার  সৃষ্টি  হবে  বলে  মনে  করছেন  সংশ্লিষ্টরা। 


মঙ্গলবার  বিকেলে চিরিরবন্দর  উপজেলা  পরিষদ  সভা  কক্ষে  এ  সরঞ্জামাদি  বিতরণ  করা  হয়।  অনুষ্ঠানে  উপজেলা  নির্বাহী  অফিসার  একে . এম  শরীফুল  হক প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  থেকে গ্রাম  পুলিশ  সদস্যদের  মাঝে  এ  সমস্ত উপকরণাদি  বিতরন  করেন।  এ  সময় উপস্থিত  ছিলেন। 


চিরিরবন্দর  অফিসার  ইনচার্জ (  ওসিব)  আবুল  হাসনাত  খান । এ  সময়  উপস্থিত  সদস্যদেরকে  বিভিন্ন নির্দেশনাও  প্রদান  করেন  প্রশাসনের  এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন