দিনাজপুর চিরিরবন্দর উপজেলায়, চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার শাহ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় । উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার। সাঁইতারা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন শাহ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস। উপজেলা মৎসলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। এবং জামাল উদ্দিন মুহুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমানের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলা বানু। উপজেলা মহিলা লীগের সভাপতি শ্রী তরুবালা । ওয়াজেদা খানম বেবি ও শ্রী পূর্ণিমা মাহান্ত ছবি।