চিরির বন্দর উপজেলার বাসুদেবপুর (মিলপাড়া) গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে। মৃত ব্যক্তি মোছাঃ শিউলি বেগম ( ৩৫) স্বামী মোঃ আইজুল ইসলাম তার ০১ ছেলে ০১ মেয়ে, ঘটনা সূত্রে জানা যায় মৃত শিউলি বেগমের নাতনি পানি খাইতে চাইলে বাসায় কোন পানি না থাকায় সরাসরি টিউবলে মোটর লাগা ছিল সেই মোটরের সুইচ অন করে পানি আনবে। সুইচ অন করে পান নিতে ধরলে টিউবলে লাগা মোটর শর্ট সার্কিট হয়ে পুরো টিউবল এবং পানি কারেন্ট হয়ে যায়।
সে অবস্থায় শিউলি বেগম বুঝতে না পারায় সেখানেই বিদ্যুৎসৃষ্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়িতে থাকা ছোট্ট নাতিনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাৎক্ষণিক বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয়। এবং শিউলি বেগম সেখানেই পড়ে যায়। এবং দেখা যায় মৃত শিউলি বেগমের অনেক জায়গায় পুড়ে গেছিলো।
পরে মৃত শিউলি বেগমের স্বামী মোঃ আইজুল ইসলাম থানায় জানালে তাৎক্ষণিক পুলিশ এসে ময়নাতদন্ত করে বুঝতে পারে, যে ঘটনাটি পদ্ধতির শর্ট সার্কিট থেকে হয়েছে।
এ ঘটনায় উক্ত শিউলি বেগমের স্বামী কোন প্রকার সন্দেহ নেই নিঃসন্দেহে পুলিশকে অবহিত করে পরে পুলিশ লাশ দেখে দাফনের জন্য পারমিশন দেয়।
এদিকে শিউলি বেগমের মৃত্যুতে এলাকাবাসী ও আত্মীয়- স্বজন গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সঙ্গে আরো শোক প্রকাশ করেছেন ৬ং অমরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ কাজী ইকবাল এবং ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আশিকুর৷ ইসলাম। মৃত শিউলি বেগমকে দেখে কাজী চেয়ারম্যান কাজী ইকবাল ব লেন এগুলো মৃত্যু হচ্ছে অনাকাঙ্ক্ষিত এ থেকে রেহাই পেতে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।