ঢাকা | বঙ্গাব্দ

ভয়েস অফ আমেরিকার শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা যশোর জেলার কৃতি সন্তান দিলারা হাশেম

  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 256815 জন
ভয়েস অফ আমেরিকার শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা যশোর জেলার কৃতি সন্তান  দিলারা হাশেম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৯৮০ এর দশকে ভয়েস অফ আমেরিকার এক অনন্য, অমর কণ্ঠ দিলারা হাশেম। নিয়মিত রাত্র ১০ টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের তিনিই ছিলেন অত্যন্ত পরিচিত মুখ ও কণ্ঠস্বর। 


তার অসামান্য অবদান , আটলান্টিক মহাসাগর পাড় থেকে ভেসে আসতো বাংলায় বিশ্বসংবাদ বাংলা ভাষাভাষী মানুষের জন্য ছিল বস্তুনিষ্ঠ সংবাদের অসাধারণ  উৎস। এ সময় সংবাদ শিল্পী দিলারা হাশেমকে চিনত না এমন ব্যক্তির পরিচয় ছিল নিতান্তই দুর্লভ। রেডিও খুলে কান পেতেই তার সংবাদ পাঠ করা  শোনা যেতো।


স্পষ্ট উচ্চারণ, অপূর্ব বাচনভঙ্গি ও অসাধারণ কন্ঠস্বর নিয়ে তিনি সংবাদ  পাঠ করতেন। সত্যিই মন্ত্র  মুগ্ধের মত অনেকেই তা শুনতেন মনোযোগ সহকারে।


দিলারা হাশেম যশোর জেলার মেয়ে, দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান।  আমাদের একান্ত হৃদয়েরই মানুষ।  তার  জন্ম ১৯৩৬ সালের ২৫ আগস্ট, যশোর জেলার মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের, চাকলা গ্রাম। চাকলা পাল পাড়ার সামনে বিশাল আমবাগান তারই পৈতৃক ভিটে বসতবাড়ি। বাবা ছিলেন বজলুর রহমান খান। 


অতি-লাবণ্য, সুশ্রী ও কোমল স্বভাবের মেয়ে -কথা সাহিত্যিক ও সাংবাদিক এ দিলারা হাশেম ছিলেন অনন্য মেধাবী ও কৃতি-সন্তান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ইংরেজি সাহিত্যে বি. এ. অনার্স ও ১৯৫৭ সালে এম. এ. সম্পন্ন করার পর করাচী বেতার বাংলা সংবাদ পাঠিকা হিসাবে তার কর্ম জীবন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় ছোট গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য জীবন শুরু করেন।


প্রখ্যাত সাহিত্য প্রেমী এ লেখিকা, তার প্রকাশিত কয়েকটি গ্রন্থ রুশ ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। 


‘ঘর মন জানালা’ ১৯৭৩ সালে চলচ্চিত্র হয়েও মুক্তি পায়। উপন্যাসের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ১৯৭৬ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।


১৯৭২ সাল সুদূর মার্কিন যুক্তরাষ্টে পাড়ি দেন, ওয়াশিংটনে বসবাস ও বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। 


বিশ্বের সর্ববৃহৎ বেতার প্রচার কেন্দ্র ভয়েস অফ আমেরিকায় সংবাদ পাঠিকা হয়ে কাজ করেন।  এ সময় প্রবাসী হয়েও বাংলা ভাষার প্রতি তাঁর হৃদয়ের টান অক্ষুণ্ণ রেখে নিরবচ্ছিন্ন-ভাবে বাংলা সাহিত্য চর্চা করে গেছেন। ইতালি, ফ্রান্স, হল্যান্ড, নরওয়ে, সুইডেন, জার্মানী, চেকোস্লোভাকিয়াসহ ইউরোপের বহু দেশ এবং চীন, জাপান ও কমিউনিস্ট শাসনামলে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন। 


বর্ণাঢ্য জীবন ও  বিচিত্র ধারায়, তার লেখার মূল উপাধ্যে মূলত নগর জীবন ও বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের সুখ-দুঃখ, আশা-হতাশার স্পষ্ট চিত্র তিনি তুলে ধরেন। ১৯৮২ সালে ভয়েস অব আমেরিকায় স্থায়ীভাবে যোগ দেন। অবসরে যান ২০১১ সালে। 


২০ মার্চ ২০২২ সালে ৮৬ বছর বয়সে ওয়াশিংটনের নিজ বাসায় দিলারা হাশেম তার শেষ নিশ্বাস ত্যাগ করে ইহলোকের মায়া করেন।


মনিরামপুর , যশোরের এ সুখ্যাত কৃতি সন্তানের পরিচয় ও নাম হয়তো অনেকের কাছে অজানা। নতুন প্রজন্মের কাছে তিনি রয়ে গেছেন সত্যিই একান্ত অচেনা এক ব্যক্তিত্ব কিন্তু তিনি যে আমাদের অনেক কাছের এক জন কৃতি মুখ, সামনে চলার উৎস, পথ নির্দেশক সে কথা অতি স্মরণীয় থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন