পূর্ব ইলিশার সর্বস্তরের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান ছোটন
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন। পূর্ব ইলিশা ইউনিয়নের এই সফল চেয়ারম্যান বলেন, আবারও বছর ঘুরে পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র এবং ফজিলতের একটি মাস। এ মাসে মুসলমানরা দীর্ঘ এক মাস রোজা রাখে। ইবাদত বন্দেগি করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকেন। সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকে।
তিনি আরো বলেন, রোজা বা সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ। মহান আল্লাহ তাআলা সকল মুসলমান এর জন্য রোজা ফরজ করেছেন। মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। যা বলে বুঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বান্দার গুনাহ্ মাফ করার জন্য বিশেষ একটি মাস এই রমজান। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে আল্লাহ আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিক ভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।