ঝালকাঠি সদরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ১লা জুন সকাল ১১:০০ টার দিকে ঝালকাঠি পৌরসভার ০১ নং ওয়ার্ড, বিকনা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং ওয়ার্ড বিকনার বাসিন্দা মোঃ আমির আলী হাওলাদারের সাথে একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজিজ হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলছিল। তারই সূত্র ধরে গত শনিবার ১লা জুন সকাল ১১:০০ টার দিকে অভিযুক্ত আজিজ হাওলাদার তার তিন ছেলে।
কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদার সহ দলবল নিয়ে আহত মোঃ আমির হাওলাদারের বসত ঘরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘরে থাকা মোঃ আমির হাওলাদার তার স্ত্রী মোসাঃ ফিরোজা বেগম ও তাদের একমাত্র ছেলে মোঃ মাহফুজকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় অভিযুক্ত আজিজ হাওলাদার ও সঙ্গিরা।
এরপর এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে মোঃ মাহফুজ (২৩) মারা যান এবং মোঃ আমির হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ ফিরোজা বেগমের অবস্থা অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামের একজনকে আটক করেছে। উক্ত ঘটনার পরে এলাকায় থমথম পরিবেশ বিরাজ করছে। আহত পরিবার ও স্থানীয়দের দাবি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে করে এরকম সহিংসতার ঘটনা আর না ঘটে।
এ বিষয়ে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহিতুল ইসলাম বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে যাই এবং উক্ত ঘটনায় একজন মারা যায় ও দুজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।