সাইফউদ্দিনের তোপে টানা অষ্টম হার ঢাকার
স্পোর্টস ডেস্ক
টানা দুটি বড় রানের ম্যাচ হয়ে গেল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। যদিও রানতাড়ায় ব্যাট করা দলগুলো সেভাবে লড়াই উপহার দিতে পারেনি। ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন দুর্দান্ত ঢাকার ব্যাটসম্যানরা। একমাত্র অ্যালেক্স রস কিছুটা লড়াই চালিয়েছেন। তার ফিফটি বাদে সেভাবে ঢাকাকে কেউ পথ দেখাতে পারেননি। ফলে বরিশালের কাছে তারা ৪০ রানে হেরেছে। চলতি বিপিএলে যা ঢাকার টানা অষ্টম হার।
শুরুতে ব্যাট করা তামিম ইকবালের দল দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। যদিও সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বরিশাল ১৮৯ রানের বড় পুঁজি পেয়ে যায়। সেই লক্ষ্য তাড়ায় শুরুতে হোঁচট খায় ঢাকাও। কিন্তু তাদের গর্ত থেকে টেনে তোলার মতো ব্যাটিং উপহার দিতে পারেননি কেউ। বিদেশি ব্যাটার অ্যালেক্স রস ছাড়া কয়েকজন দুই অঙ্কের ঘর ছুঁলেও, তা ছিলই ওয়ানডে ঘরানার। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে তাদের দৌড় ১৪৯ রান পর্যন্ত।
দ্বিতীয় ইনিংসে ঢাকার শুরুটাই ছিল ধীরগতির। প্রথম ওভারে মাত্র ৫ রান তোলা দলটি পরের ওভারে ওপেনার সাব্বির হোসেনকে হারায়। এরপর মোহাম্মদ নাঈম শেখ থিতু হতে থাকলেও, ব্যক্তিগত মাত্র ১০ রানে তিনিও খেই হারান। দ্রুত উইকেট হারাতে থাকা দলটি পাওয়ার প্লে’র ৬ ওভারে তোলে ৪১ রান। পরের ওভারে সাইফ হাসানকে (১২) হারাতেই তারা আরও গভীর খাদে পড়ে যায়। সেই খাদ পূরণের দায় নিয়ে রসের সঙ্গে জুটি বাধেন এসএম মেহেরুব। রস স্বভাবসুলভ শট খেললেও, মেহেরুব হাত খুলতেই পারছিলেন না।