ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মিল্টন

  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 260653 জন
ফুলবাড়ীতে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মিল্টন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৬৪ ভোট। নির্বাচনের মাঠ হতে লাপাত্তা হওয়া আনারস প্রতীকের অপর প্রার্থী রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ২০৬ ভোট।


৫ জুন বুধবার রাত ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল ।


এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মামুনুর রশীদ মামুন মুহুরী তালা প্রতীক নিয়ে ৩০ হাজার ৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৬৮ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উড়োজাহাজ প্রতীকের মোকলেছার রহমান ১৬ হাজার ৮৪ ভোট এবং সোলাইমান মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৯৮ ভোট।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শিউলী রানী রায় ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।


তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ ভোট। অপর প্রার্থী হাজরা বিবি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১২১ ভোট। উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬৩টি ভোট কেন্দ্রর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

উল্লেখ গত ৫ জুন বুধবার সকাল ৮ ঘটিকা হতে বৈকাল ৪ ঘটিকা পর্যন্ত দু একটি নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাভাবিক অবস্থায় ভোট গ্রহন হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন