ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102496 জন
নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুল ইসলাম সুমনকে (৪২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


মো. সাইফুল ইসলাম সুমন উপজেলার চাচই গ্রামের মো.শরিফুল ইসলামের ছেলে ও ৬ নম্বর জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, লোহাগড়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন