ঢাকা | বঙ্গাব্দ

সাকিব কবে ব্যাটিং করবেন, মিলল আভাস

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299404 জন
সাকিব কবে ব্যাটিং করবেন, মিলল আভাস ছবির ক্যাপশন: সাকিব কবে ব্যাটিং করবেন, মিলল আভাস
LaraTemplate

সাকিব কবে ব্যাটিং করবেন, মিলল আভাস



স্পোর্টস ডেস্ক:



সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলন করছেন, এমন ছবি আর ভিডিও প্রতিনিয়তই চোখে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চোখটাকে খানিক ঘুরিয়ে ব্যাটে বলে সংযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। চোখের চিকিৎসায় কী পথ্য চলছে, তা প্রকাশ্যে না এলেও সাকিবের প্রচেষ্টা থেমে নেই, সেটা স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এমনকি মনোসংযোগ স্পষ্ট করতে হেলমেটে টেপ লাগিয়ে খেলেছেন সাকিব।



এতকিছুর পরেও নিজের নতুন ধরণের ব্যাটিংয়ের সঙ্গে মানিয়ে ওঠতে পারেননি সাকিব আল হাসান। নিজের অলরাউন্ডার পরিচয় ভুলিয়ে দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন বোলার হিসেবে। তার খেলার ধরণ এমন, দশম ব্যাটার হিসেবেও যেন নামতে ব্যাপক আপত্তি।


গত কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই টাইগার অধিনায়ক। যে কারণে ব্যাটিংয়ে নামলে, তার দৃষ্টি নাকি অনেকটা ঝাপসা হয়ে আসে এবং বল দেখতেও কষ্ট হয়।বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিনি ব্যাটিংয়ে আসেননি। যদিও শেষ উইকেটে তাকে বাধ্যতামূলকভাবে নামতেই হতো। গতকাল কুমিল্লার বিপক্ষেও ব্যাট হাতে নামতে দেখা যায়নি সাকিবকে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন