ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাগিংয়ের ঘটনায় ইবির তিন শিক্ষার্থী বহিষ্কার

  • আপলোড তারিখঃ 02-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 264057 জন
র‍্যাগিংয়ের ঘটনায় ইবির তিন শিক্ষার্থী বহিষ্কার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লালন শাহ হলের ১৩৬ নাম্বার গণরুমে এক নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়াও এ ঘটনায় ২ জনকে সতর্ক করা হয়েছে। রবিবার (২জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়।


বহিষ্কৃতরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাগর প্রামাণিক, মো. উজ্জ্বল এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুদ্দাসসির খান কাফি। তারা সবাই ২০২১-২২  শিক্ষাবর্ষের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী। 


বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর আত্মপক্ষ সমর্থনপূর্বক লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।


এছাড়াও এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ীকে সতর্ক করা হয়েছে। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন