ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 14-06-2023 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299360 জন
ভোলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভোলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
LaraTemplate

ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) জেলা সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান।


জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মোমিন টুলু, পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। ভোলা জেলার সকল উপজেলার নির্বাহী অফিসারদের উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুর।


ক্রীড়া অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্বাস্থ্য চরিত্র ও দেশ গঠনে পড়াশোনার পাশাপাশি ক্রীড়ায় মননিবেশ করতে হবে। এ ব্যাপারে আমাদের শিক্ষক জনপ্রতিনিধি ও অভিভাবকদের সচেতন হতে হবে। উৎসব মুখের পরিবেশে বিকালে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন