ঢাকা | বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১

  • আপলোড তারিখঃ 24-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 271092 জন
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শানু ভূইয়া (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ।


শুক্রবার, ২৪ মে সকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শানু ভূইয়া বাদলা ইউনিয়নের থানেশ্বর বারগরিয়া গ্রামের মৃত পাগার আলী ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন ও ছোট ভাই বাবুল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত শানু ভূঁইয়া ও তার প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্য বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। ছানু মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আহত হন তার ছেলে লিটন ও তার ছোট ভাই বাবুল। 


গুরুতর আহত অবস্থায় ছানু মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত লিটনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


ইটনা থানার অফিসার ইনচার্জ ওসি জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক কে  জানান,এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায় নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। এখন পর্যন্ত মামলা হয় নি বলেও জানান ওসি


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন