ঢাকা | বঙ্গাব্দ

আমার স্বপ্নের হাট "হিড়িন্দা" কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার

  • আপলোড তারিখঃ 14-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 276944 জন
আমার স্বপ্নের হাট "হিড়িন্দা" কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ফলিয়া জন্ম আমার বসত করি সোহাগবাড়ী-

ব্যবসা করতাম আমি অবস্থান করে কচুগাড়ী,

কচুগাড়ী হতে আমি ব্যবসা দোকানদারী করে-

হিড়িন্দা হয়ে আমি যে রোজ যেতাম গৃহে ফিরে।


ফিরে যাবার কালে হিড়িন্দা বাবলা তলা-

শুয়ে পড়তাম বিভোর ঘুমে মনে নিয়ে জ্বালা,

হঠাৎ স্বপ্নে এক দরবেশ আমায় তখন  কয় ডেকে-

এখানে তুমি হাট-বাজার লোকজন  যাবে দেখে!


তুমি হবে সেই হাটের প্রতিষ্ঠাতা কর্তা ব্রত-

সেই থেকে হাট গড়ায় চেষ্টা করলাম মনের মত,

হাট বসাতে গিয়ে যখন কেউ দিলোনা জমি-

তখন হিড়িন্দা মাদ্রাসা করার প্রতিশ্রুতি দিলাম আমি......


হাট গড়ার জন্য আমি গিয়েছিলাম অনেক খানে-

সে সব কথা বলতে গেলে বড় ব্যথা লাগে মনে,

এলাকায় তখন নেতা ছিলেন আজিজুর রহমান-

লোকে তাকে দিতো অনেক ভক্তি-শ্রদ্ধা ও সম্মান।


তার কাছে গিয়ে আমি বললাম স্বপ্নের কথা যখন-

বললেন হাট তুমি গড়তে পারবেনা নরম তোমার মন,

হিড়িন্দাহাট সেই থেকে আজ এখনও টিকেআছে-

আমার স্বপ্নের হাট "হিড়িন্দা" এটা বলির সবার কাছে।


আত্মবিশ্বাস ভক্তি মনে জোর রেখে চলে পথ-

আল্লাহর মেহেরবানী ও লোকের সহযোগীতায় নিলাম শফথ,

হবে হাট-বসবে হাট দেশ-বিদেশের লোক আসবে-

সপ্তাহে দুইদিন শনিবার-বুধবার হিড়িন্দা হাট বসবে...


ভালোবেসে লোকে যে যা নিয়ে আসতো হাটে মালামাল-

বেচা কেনার শেষে থাকতনা কোন কিছু হতোনা আকাল,

ভালোবেসে লোকেরা হাটের নাম দিলো "হালিমপুর"-

ধীরে-ধীরে স্বপ্ন পূরন হলো সুবিস্তৃত সুদৃঢ় সুমধুর!


"হালিমপুর" হোক বা হিড়িন্দা হাট হোক যায়না কিছু এসে-

টিকে থাকুক আমার স্বপ্নের হিড়িন্দা হাট ভালোবেসে,

হে আল্লাহ তুমি আমার স্বপ্নের  হাট-কে অমর করো-

আহ্বান করি সকলেই স্বপ্নের বলয়ে সৎ ও সহজ জীবন গড়ো......


(✒রচনাকাল-২০১৫ ইং

মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,

কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০।)


(তথ্যসুত্রঃ হিড়িন্দা বাজারের গোড়াপত্তনের কাহিনী নিয়ে কবি ডাঃআব্দুল হালিম মাস্টারের লেখা কবিতা......)


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন