ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 276913 জন
কুষ্টিয়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।


বৃহস্পতিবার (৯ মে )ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান,অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।


পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে পু‌লিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস‌্য জানা যাবে।



নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন